Top Ad

ফেইসবুকের এ্যালবাম ডাউনলোড

বর্তমান বিশ্বে ফেইসবুক একটি অন্যতম যোগাযোগের মাধ্যম। খুব কম লোকই আছেন যারা ফেইসবুক ব্যাবহার করেন না। আমরা যারা ফেইসবুক ব্যবহার করি তারা অনেকেই অনেক সময় ফেইসবুকে নিজেদের ছবি বা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের ছবি আপলোড করে থাকি। তাছাড়া সেলফির অনেক প্রচলন বেড়ে গেছে। আপনার এই ছবিগুলো বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে দেয়া হয়েছে। তাই সব ছবিগুলো বা সারা বছরে আপলোড করা ছবিগুলো একসাথে প্রয়োজন হতে পারে তাই আপনি এই টিপস্‌টি ব্যবহার করতে পারেন। 
১) সকল ছবি একসাথে ডাউনলো করতে প্রথমে আপনাকে এই সাইটে যেতে হবে > facebook2Zip.com তারপর Login করুন।
২) এরপর আপনাকে একটি App এ ক্লিক করতে হবে। এরপর নিচের চিত্রের মত নাম লিখতে হবে।
৩) এরপর Next এ ক্লিক করতে হবে। এবার নিচের চিত্রের মতো আসবে........
৪) এবার Select all the albums এ ক্লিক করুন। তারপর আপনার কাজ হলো Download এ ক্লিক করা। এবং ফাইল  কোথায় সেভ হবে তা নির্বাচন করা।
বি:দ্র: যেহেতু ফাইলগুলো Zip ফাইলে ডাউনলোড হবে তাই আপনার পিসিতে Win Rar অথবা 7Zip/Zip ইনস্টল করা থাকতে হবে। তাই যাদের প্রয়োজন তারা এই Winrar লিঙ্ক বা Zip এখানে থেকে ডাউনলোড করতে পারবেন।


ধন্যবাদ সবাইকে 
কাজ হলে মন্তব্যতে লিখবেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ