Top Ad

কম্পিউটারে সহজেই তৈরি করুন নাম ছাড়া ফোল্ডার।

আমরা সবাই কম্পিউটারে নতুন ফোল্ডার তৈরি করতে পারি কিন্তু সেই ফোল্ডারে অবশ্যই কোনো না কোনো নাম ব্যবহার করতে হবে। এবার দেখুন কিভাবে নাম ছাড়া ফোল্ডার তৈরি করা যায়।

আমি আপনাদেরকে নাম ছাড়া ফোল্ডার তৈরি করার দুেইটি ধাপ শিখাবো

প্রথম ধাপ

১) প্রথমে আপনি আপনার কম্পিউটারের যেকোনো স্থানে (ডেক্সটপে, যেকোনো ড্রাইভে, যেকোনো ফোল্ডারে ইত্যাদি) একটি নতুন ফোল্ডার তৈরি করুন। 
২) এবার ফোল্ডারটি তৈরি হবার পর দেখবেন New folder 
লেখাটি নীল কালিতে ব্লক হয়ে আছে। 
৩) এবার আপনার কী-বোর্ড থেকে Alt কী চেপে ধরে 0160 চাপুন। 
৪) এবার Enter চাপুন। 
ব্যাস! হয়ে গেল আপনার নাম ছাড়া ফোল্ডার। 

দ্বিতীয় ধাপ

১) প্রথমে আপনি আপনার কম্পিউটারের যেকোনো স্থানে (ডেক্সটপে, যেকোনো ড্রাইভে, যেকোনো ফোল্ডারে ইত্যাদি) একটি নতুন ফোল্ডার তৈরি করুন।
২) Start বটন এ ক্লিক করুন। 
৩) Search বক্সে Character Map (এই লেখাটি লিখুন)  নিচের ছবিটির মতো দেখতে পাবেন। 
 ৪) এবার Enter চাপুন। নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
৫) এবার লাল কালিতে মার্ক করা স্থানের মতো একটি ফাঁকা যায়গা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
এবং ক্লিক করার পর নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
৬) এবার নিচের ছবির মতো সিলেক্ট (Select) এ ক্লিক করুন।
৭) সিলেক্ট (Select) এ ক্লিক করার পর (copy) লেখাটি সচল হবে। নিচের ছবিতে দেখুন্
৮) এবার copy তে ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।
৯) ফাঁকা স্থানটি আপনি কপি করে নিয়েছেন। এবার আপনার তৈরি করা New folder
টি Rename করে অথবা আপনার তৈরিকৃত ফোল্ডারের লেখাটি নীল কালিতে ব্লক হয়ে থাকলে Ctrl+V অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে Past এ ক্লিক করুন। এবার Enter (এন্টার কী) চাপুন। 
ব্যাস! হয়ে গেল নাম ছাড়া ফোল্ডার। 

**************************ধন্যবাদ সবাইকে***********************







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ